রাশিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া উচিৎ নয়


প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৭ জুলাই ২০১৪

২০১৮ বিশ্বকাপ আয়োজনের রাশিয়ার বিরোধীতা করেছে ব্রিটিশ উপ প্রধানমন্ত্রী নিক ক্লেগ। সম্প্রতি ইউক্রেন সীমানে মালেশিয়ান এমএইচ১৭ ফ্লাইট বিধ্বস্ত হয়ে ২৯৮জন যাত্রী ও ক্রুর মর্মান্তিক মৃত্যুর পরেও সারা বিশ্ব জুড়ে যে সমালোনার ঝড় উঠেছে তারই অংশ হিসেবে রাশিয়ায় পরবর্তী বিশ্বকাপ আয়োজনে অনেকেই বিরোধীতা করছে।

ব্রিটেনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির এই নেতা বলেন, মস্কোর বিরোধীতা করে ইউরোপীয়ান ইউনিয়ন তাদের যে শক্ত অবস্থান ঘোষণা করেছে তার একটি অংশ হতে পারে এই স্পোর্টিং ইভেন্ট।

সানডে টাইমস পত্রিকায় তিনি বলেছেন, এভাবে সুন্দর একটি খেলাকে রাশিয়ান বিচ্ছিন্নতাবাদীদের আগ্রাসনের মুখে আমরা ঠেলে দিতে পারিনা।

এর আগে বেশ কয়েকজন জার্মান রাজনীতিকও এ ব্যপারে নিজেদের মত প্রকাশ করতে গিয়ে বলেছেন, রাশিয়ায় কোনমতেই যাতে বিশ্বকাপ আয়োজিত না হয়। এছাড়া নেদারল্যান্ড তো হুমকিই দিয়েছে রাশিয়ায় বিশ্বকাপ হলে তারা অংশগ্রহণ করবে না। যদিও ফিফা বিষয়টি নাকচ করে দিয়ে বলেছে কোন কিছু বয়কট করা বা তার থেকে দুরে থাকলেই সমস্যার সমাধান হয়ে যাবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।