মুবারকের কারাদণ্ড বাতিল


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককের কারাদণ্ড বাতিল করেছে দেশটির উচ্চ আদালত। সাবেক এ স্বৈরশাসকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলাটি পুনঃবিচারের নির্দেশ দিয়েছেন আদালত। মুবারককে কারা হাসপাতাল থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই মামলাটির পুনঃবিচার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, প্রেসিডেন্ট প্রাসাদ রক্ষণাবেক্ষণের খাত থেকে এক কোটি ৪০ লাখ ডলার সমপরিমাণ তহবিল তছরুপের অভিযোগে গত মে মাসে মিসরের একটি নিম্ন আদালত মুবারককে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল। একই সঙ্গে মুবারকের দুই ছেলে আলা ও গামালেরও চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

অবশ্য এ মামলা পুনরায় শুরুর নির্দেশ দেয়া হলেও মুবরাককে মুক্তি দেয়া যাবে কিনা সে বিষয়ে আদালত কিছু বলেনি। কিন্তু তার আইনজীবী ফরিদ-আল-দিব জানান, তার মক্কেল এরই মধ্যে তিন বছর জেল খেটেছে তাই তিনি মুক্তি পাবেন।

অপরদিকে, ২০১১ সালে গণ আন্দোলন দমনে মুবারক হত্যার আশ্রয় নিয়েছিলেন বলে যে মামলা করা হয়েছিল মিসরের অন্য একটি আদালত নভেম্বর মাসে তা নাকচ করে দিয়েছে। এই গণআন্দোলনের মধ্য দিয়েই মুবারকের তিন দশকের স্বৈরশাসনের ইতি ঘটেছিল।

মিসরে একনায়কের শাসনের অবসানের পর দেশটির ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মাদ মুরসি। কিছুদিনের মধ্যেই তৎকালীন সেনাপ্রধান এবং বর্তমান প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি মুরসির পতন ঘটান। সিসি ক্ষমতায় আসার পরই মুবারককে হত্যা মামলাসহ জালিয়াতির মামলা থেকেও মুক্তি দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।