শিশু যখন স্কুলে যাবে


প্রকাশিত: ০৪:৩৫ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

আপনার সোনামণি কি স্কুলে যাচ্ছে? প্রতিদিন স্কুলে যাওয়ার সময় খেয়াল রাখছেন কি প্রয়োজনীয় জিনিসগুলো সে নিচ্ছে কি না? স্কুলে যাওয়ার আগে ছোট্ট সোনামণির সবকিছু গোছগাছ করে দেয়ার দায়িত্ব আপনারই। চলুন জেনে নেয়া যাক স্কুলে যাওয়ার জন্য সোনামণিদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের খোঁজখবর-

স্কুল ব্যাগ
স্কুল ব্যাগ নিয়ে বাচ্চাদের যেন একটু বেশি আগ্রহ। সব শিশুই চায়, তার ব্যাগটি হবে সবচেয়ে সুন্দর। শিশুরা কার্টুনের ভক্ত। তাই  প্রায় সব শিশুই পছন্দ করছে টম অ্যান্ড জেরি, পাপাই, বার্বি ডল, ডোনাল্ড ডাক, জেরি, বু ব্যাট, মিকি মাউস, পাওয়ার পাফ গার্লস ও পোকেমনের ছবিসহ ব্যাগগুলো।

টিফিন বক্স ও পানির পট
শিশুদের স্কুল ব্যাগের সঙ্গে টিফিন বক্স ও পানির পট অপরিহার্য। বিভিন্ন আকার, রঙ ও ডিজাইনের বক্স ও পানির পট পাওয়া যায় বাজারে। সাদা, লাল, নীল, সবুজ, কমলা, আবার বিভিন্ন রঙের মিশ্রণও আছে। আরএফএল পাস্টিক শিশুদের জন্য মিকি মাউস, আপেল শেপ, ক্যান্ডি বক্স ও স্কুল টিফিন বক্সে চার ধরনের টিফিন বক্স এনেছে। পানির পটের ডিজাইনও আছে বিভিন্ন ধরনের।

রঙ পেন্সিল ও পেন্সিল বক্স
বাজারে বিভিন্ন রকম পেন্সিল বক্স পাওয়া যায়। তবে ভালো মানের পছন্দসই বক্সের জন্য দিতে হবে কিছুটা বেশি দাম। রঙ পেন্সিল ১২, ২৪ ও ৩৬ রংয়ের পেন্সিলের সেট পাওয়া যায়। ছোট বক্সের এক ডজন রঙ পেন্সিলের দাম ৭০ থেকে ১০০ টাকা। বিভিন্ন রঙের ব্যাগও পেন্সিল বক্সের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এগুলোর দাম ২৫ থেকে ৭০ টাকার মধ্যে।

ছাতা
বর্ষার দিনে ছাতার প্রয়োজন অতুলনীয়। শুধু বৃষ্টি নয়, প্রচণ্ড রোদের হাত থেকে রক্ষা পেতে ব্যবহার রয়েছে ছাতার। বাহারি রঙের ছাতা পাওয়া যাবে ৪০০-৪৫০ টাকায়।

রেইন কোট
রেইন কোটের ব্যবহার ছাতার চেয়েও সুবিধাজনক। রঙবেরঙের রেইন কোট শিশুদের কাছে অনেক পছন্দের একটি জিনিস। এখন বাজারে বাচ্চাদের পছন্দের কথা বিবেচনা করে নানা ডিজাইনের কার্টুনসংবলিত রেইন কোট পাওয়া যায়, যা শিশুদের তো আকৃষ্ট করেই, বড়দেরও দৃষ্টি কাড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।