নিখোঁজ এয়ার এশিয়া বিমানের বড় দুটি অংশ উদ্ধার


প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৩ জানুয়ারি ২০১৫

ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত এয়ার এশিয়ার বিমানের বড় দুটি অংশ খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দলের প্রধান বামবাং সোয়েলিসতো শনিবার জানিয়েছেন, আমরা বিমানের বড় দুটি অংশের সন্ধান পেয়েছি। আমি নিশ্চিত করে বলতে পারি, এটি বিধ্বস্ত এয়ার এশিয়া বিমানের অংশ।

তিনি আরও জানান, যেখানে বিমানের অংশ পাওয়া গেছে, সেখানে লাশ উদ্ধারে ডুবুরি পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার গভীর রাতে বোর্ণিও দ্বীপের কাছাকাছি জাভা সাগরে ব্যাপক তল্লাশি চালানোর সময় সাগরের তলদেশে কোন একটা বস্তুর সন্ধান পাওয়া যায়। সোয়েলিসতো বলেন, বৃহত্তম বস্তু দুটির আকার প্রায় ৩২ ফুট লম্বা ও ১৬ ফুটের মত চওড়া হতে পারে। বস্তুগুলোর সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান চলছে। সমুদ্রের তলদেশে বস্তু দুটির প্রকৃত চিত্র শনাক্ত করতে রিমোট নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করা হচ্ছে। তবে সমুদ্র উত্তাল থাকায় এ যন্ত্র ব্যবহারে বেগ পেতে হচ্ছে।

বিমান বিধ্বস্ত হওয়ার পর এখনও জীবিত কেউ উদ্ধার হয়নি এবং দুর্ঘটনার কারণও জানা যায়নি। এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় বেশ কয়েকবার উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

উদ্ধার হওয়া লাশের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি বিমানের যাত্রী ছিলেন এবং তার নাম হায়াতি লুৎফিয়া হামিদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।