সাকিবের শাস্তি মওকুফের সিদ্ধান্ত ঈদের পর


প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২১ জুলাই ২০১৪

বাংলাদেশে ক্রিকেট বোডের্র (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব আল হাসানের সাজা মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ঈদের পর। সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ইফতার পূর্ব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিসিবি সভাপতি বলেন, সাকিবের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বোর্ড মিটিংয়ে। তাই ঈদের পর তার শাস্তি কমানোর বিষয়ে বোর্ড মিটিং করে সিদ্ধান্ত হবে। অবশ্য আমি বোর্ডের সভাপতি হিসেবে একাই সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু আমি চাই, বোর্ডের সবাইকে নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে। তিনি আরো বলেন, সাকিবের শাস্তি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সাকিব যে আচরণ করেছে তাতে ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি। শাস্তি কমানোর বিষয়ে সাকিবের চিঠি পড়েও আমি অনেক খুশি হয়েছি। কারণ সে অনেক সুন্দর করে চিঠিটি লিখেছে।

ব্রিফিংকালে সাকিবের শাস্তি কমানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, জিম্বাবুয়ে সফরের আগে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ড কখনো চায় না যে, সাকিবের মতো সুপারস্টারকে শাস্তি দিতে।

উল্লেখ্য, আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।