টিকেট কালোবাজারি : ১৭ জন আটক


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২১ জুলাই ২০১৪

কমলাপুর স্টেশনে ১৭ জনকে টিকেট কালোবাজারি করার সন্দেহে আটক করেছে পুলিশ। সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে ১০ জন ও পরে বেলা একটা পর্যন্ত আরও সাতজনকে টিকিট কালোবাজারি করার সন্দেহে রেলওয়ে পুলিশ আটক করেছে।

সোমবার ২৫ জুলাইয়ের অগ্রিম টিকিট কাটছেন যাত্রীরা  এদিকে কালোবাজারি রোধে স্টেশনে ১৬টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হয়েছে। রেলওয়ে পুলিশ বিশেষভাবে টিকিট বিক্রির ভিডিও করছে।

জানা গেছে, তাঁরা গতকাল রবিবারও টিকিট কিনেছিলেন। আজকেও কিনেছেন। আগে সংগ্রহে রাখা ভিডিওচিত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে।

রেলওয়ে স্টেশন ম্যানেজার খায়রুল বাশার বলেন, আজকে ১৮ হাজার টিকিট দেওয়ার প্রস্তুতি রয়েছে। টিকিট দেওয়ার শেষ সময় বিকেল পাঁচটা পর্যন্ত। রেলস্টেশনের ২০টি কাউন্টার থেকে আজ টিকিট বিক্রি করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার ২৬ জুলাই, বুধবার ২৭ জুলাই, বৃহস্পতিবার ২৮ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। পর্যায়ক্রমে ঈদের আগের দিন পর্যন্ত টিকিট বিক্রি অব্যাহত থাকবে। আর যাত্রার দিন কাউন্টার থেকে ছাড়া হবে দাঁড়িয়ে যাওয়ার টিকিট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।