দেশে রাজনৈতিক স্থিতিশীল অবস্থা বিরাজ করছে : তোফায়েল


প্রকাশিত: ১১:১৭ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

বিগত জাতীয় নির্বাচনের পর দেশে রাজনৈতিক স্থিতিশীল অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনডেনটিং এজেন্ট এসোসিয়েশন আয়োজিত ‘বেষ্ট ইনডেনটরস এ্যাওয়ার্ড-২০১৪’ প্রদান অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিগত জাতীয় নির্বাচনের পর দেশে রাজনৈতিক স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। দেশের ব্যবসায়ীরা শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা-বাণিজ্য করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করেছে।

তিনি বলেন, ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি। ব্যবসায়িদের চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার। ফলে দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সংবাদ পরিবেশিত হচ্ছে। অর্থনৈতিক বিষয়ে সমীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান সমুহ বাংলাদেশের অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবার তথ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়।

তোফায়েল আহমেদ বলেন, সামাজিক ও অর্থনৈতিক সব সূচকে পাকিস্তানের থেকে এগিয়ে গেছে বাংলাদেশ । অনেক ক্ষেত্রে ভারতকে বাংলাদেশ পেছনে ফেলে দিয়েছে।

তিনি বলেন, শূন্য হাতে যাত্রা শুরু করে বাংলাদেশের রপ্তানি এখন ৩০ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার, ব্যাংকে রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের বেশি, রেমিটেন্স ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশের সকল অর্থনৈতিক সূচক উর্ধ্বগামী। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে, মানুষের জীবন যাত্রান মান উন্নত হয়েছে। মন্ত্রী বলেন, দেশের সেবা খাতে অভুতপূর্ব উন্নতি হয়েছে।

বাংলাদেশ ইনডেনটিং এজেন্ট এসোসিয়েশন সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ইনডেনটিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কে এম এইচ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে মন্ত্রী বেষ্ট ইনডেনটরস এ্যাওয়ার্ড প্রাপ্ত দ্বীপক কুমার বড়াল, মো. নূরুজ্জামান, সুনন্দা দেব এবং কাজী আব্দুস সালামের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।