‘পাকিস্তানে প্রতিভাবান ক্রিকেটার তৈরি হচ্ছে না’


প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৯ মে ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব হারিয়েছেন। নতুন নির্বাচক ইনজামাম উল হক আসলেও ভাগ্য ফিরে তাকায়নি শহীদ আফ্রিদির দিকে। আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য ফিটনেস ক্যাম্পেও রাখা হয়নি তাকে। কিন্তু আশাহত হননি তিনি। চেষ্টা চালিয়ে যাচ্ছেন আবারো জাতীয় দলে ফিরে আসার জন্য। আফ্রিদি মনে করেন, পাকিস্তানে আগের থেকে এখনকার সময়ে প্রতিভাবান ক্রিকেটার কম তৈরি হচ্ছে।

বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে আফ্রিদি বলেন, ‘আমার মনে হয় আমাদের আন্তর্জাতিক মানের প্রতিভাবান ক্রিকেটার দরকার। আমাদের দল এখন ইমরান খানের মত ক্রিকেটার বের করতে পারছেনা। আগের সময়টাতে অনেক প্রতিভাবান ক্রিকেটার ছিল কিন্তু এখনকার সময়ে মাত্র দু-তিন জন।’

১৯৮০-১৯৯০ এর দিকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো ক্রিকেটার ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি আফ্রিদি অনুরোধ করেছেন যেন ভালো প্রতিভাবান ক্রিকেটার বের করে আনা হয়। ‘আমাদের দেশের বিভিন্ন এলাকাতে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে আনতে হবে। যেখানে আগে আমরা ভালো ক্রিকেটার পেতাম।’

কথা বলার শেষে নিজের ভবিষ্যৎ লক্ষ্যটাও জানালেন আফ্রিদি। ‘আমার লক্ষ্যই হচ্ছে একটি ক্রিকেট একাডেমি গঠন করে তরুণ ক্রিকেটার বের করে আনা।’

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।