কোহলির শতকে রানের পাহাড়ে বেঙ্গালুরু


প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৮ মে ২০১৬

ক্রিস গেইল ও বিরাট কোহলির ঝড়ো ইনিংসে রানের পাহাড় গড়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন টসে হেরে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। বৃষ্টিতে দেরিতে খেলা শুরু হওয়ায় ১৫ ওভারে খেলা নির্ধারণ করা হয়।

গেইল ৩২ বলে ৭৩ রান করে আউট হন। ৮টি ছয় ও চারটি চার ছিল তার ইনিংসে। কোহলিও ঝড়ো ইনিংস খেলেন। করেন এবারের টুর্নামেন্টে তার চতুর্থ শতক। ৫০ বলে ১১৩ রান করে আউট হন। নির্ধারিত ১৫ ওভারে শেষে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২১১ রান।

কোহলির ইনিংসেও ৮টি ছয়ের মার ছিল। এছাড়া ১২টি চার মারেন তিনি। শতক পূর্ণ করেন ৪৭ বলে। তবে আজকের ম্যাচে সুবিধা করতে পারেননি এবি ডি ভিলিয়ার্স। দুই বল খেলে কোনো রান না করেই আউট হন তিনি।

লোকেশ রাহুল ৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। ৩টি চার ছিল তার ইনিংসে। এছাড়া ২ বলে ১ রান করে অপরাজিত ছিলেন শেন ওয়াটসন। পাঞ্জাবের সন্দ্বীপ সাহু, কাইল অ্যাবোট ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট লাভ করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।