১০ হাজার রানের সামনে দাঁড়িয়ে কুক


প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৮ মে ২০১৬

শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাচ্ছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার পরই হয়তো তিনি গড়ে ফেলবেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ১০ হাজার রান করার রেকর্ড।

অ্যালিস্টার কুক আর মাত্র ৩৬ রান দূরে দাঁড়িয়ে বিরল এই রেকর্ডটি গড়ার জন্য। মাত্র ৩১ বছর চার মাসের মাথায় এই রেকর্ডটি গড়তে যাচ্ছেন তিনি। ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার রেকর্ডটি গড়েছিলেন ৩১ বছর ১০ মাস ২০ দিনে।

আর মাত্র ৩৬ রান যোগ করতে পারলেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১২তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান পূরণ করে ফেলবেন কুক। ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, মাহেলা জয়াবর্ধনে, সুনীল গাভাস্কার, জ্যাক ক্যালিস, অ্যালান বর্ডার, শিব নারায়ণ চন্দরপল এবং স্টিভ ওয়াহ এই মাইলফলক স্পর্শ করেন।

বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে অ্যালিস্টার কুক বলেন, `‌অনেক বড় আশা নিয়ে মাঠে নামবো এবং আশা করি এই রেকর্ডটা গড়ে ফেলতে পারবো। এটা হবে বড় এক মাইলস্টোন। মাত্র তো ৩৬টা রান। দেখা যাক কী হয়।`

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।