রিজার্ভ ডেতে শেখ জামাল-গাজী গ্রুপের ম্যাচ


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৮ মে ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডে রিজার্ভ ডেতে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টির কারণে বুধবার দিনের ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। তাই খেলার বাকি অংশ বৃহস্পতিবার সকালে একই মাঠে অনুষ্ঠিত হবে।  

এদিন সকালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শেখ জামাল। ব্যাটিংয়ে নেমে ২৯.৪ ওভারে তিন উইকেটে ১২৫ রান সংগ্রহ করে তারা। এরপর মাঠে বৃষ্টি নামলে প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকে। ফলে ম্যাচটি ৩৮ ওভারে কমিয়ে আনা হয়। পুনরায় ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শরীফের দুর্দান্ত হ্যাটট্রিকের কারণে বড় সংগ্রহ করতে পারেনি শেখ জামাল। ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন আবদুল্লাহ আল মামুন। ৮৬ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ ৩০ ও জয়রাজ শেখ ২৮ রান করেন। গাজী গ্রুপের পক্ষে ৪৩ রানে ৪ উইকেট নেন শরীফ।

তবে ডার্কওয়ার্থ ও লুইস (ডিএল) পদ্ধতিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লক্ষ্য দাঁড়ায় ৩৮ ওভারে ১৯৬। এ লক্ষ্যে শুরুটা ভালোই করে তারা। দুই ওপেনার শামসুর রহমান শুভ ও এনামুল হক বিজয় দলের পক্ষে ৩৯ রান করেন। তবে এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।

১৬.১ ওভারে তিন উইকেটে ৮৩ রান তোলার পর মাঠে পুনরায় বৃষ্টি নামে। দশ মিনিট বৃষ্টি হলে নির্ধারিত সময়ে মাঠ খেলার উপযোগী করতে না পারায় রিজার্ভ ডেতেই খেলার চালানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা। বিজয় ৩৬ ও অলক কাপালী ১৪ রান নিয়ে বৃহস্পতিবার সকালে ব্যাটিং করতে নামবেন।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।