অস্ট্রেলিয়া ক্রিকেট দলে জিকা ভাইরাস আতঙ্ক


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৬ মে ২০১৬

অন্যান্য ক্রিকেট দলের থেকে বোধহয় অস্ট্রেলিয়ার ভয়টা একটু বেশিই। গত বছর নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে খেলতে আসেনি অসিরা। এবার জিকা ভাইরাস নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে সতর্ক করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান মেডিকেল অফিসার জন অরকার্ড। মশার কামড় থেকেই মূলত এই ভাইরাসটি ছড়ায়।

আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল। কিন্তু সেখানে যাওয়ার আগেই ভর করেছেন জিকা ভাইরাস আতঙ্ক। জুনের ৫ তারিখে হতে যাওয়া এ টুর্নামেন্টের সবগুলি ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটস এন্ড নেভিস, বার্বাডোজ এবং গায়ানাতে। গায়ানাতে সম্প্রতি জিকা ভাইরাসের হদিস মিলেছে বলেই চিন্তায় পড়ে গেছে অস্ট্রেলিয়া দল।

জন অরকার্ড জানান, কিভাবে মশার হাত থেকে দূরে থাকতে হবে ক্রিকেটারদের সবাইকে সে সম্পর্কে বুঝিয়ে দেয়া হয়েছে। এ জন্য সঠিক উপায়ে নিরাপদভাবে যৌনমিলনেরও তাগিদ দেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়া অলিম্পিক দলকেও ব্রাজিলে হতে যাওয়া রিও অলিম্পিকে জিকা ভাইরাস থেকে রক্ষাকারী কনডম ব্যাবহার করার নির্দেশ দিয়েছে দেশটির অলিম্পিক কমিটি।  

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।