দিল্লিকে হারিয়ে শেষ চারের সম্ভাবনা ধরে রাখল মুম্বাই


প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৫ মে ২০১৬

মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা বাকি আর একটি। এই ম্যাচে কোনমতে যদি হোঁচটা খেয়ে যেতো তারা, তাহলে শেষ চারে খেলার স্বপ্নই ফিকে হয়ে যেতো বর্তমান চ্যাম্পিয়নদের। তবে সম্ভাবনাটা ঠিকই ধরে রাখল তারা। বরং খুব দাপটের সঙ্গে। কারণ ভিসাখাপত্মমে দিল্লি ডেয়ার ডেভিলসকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো মুম্বাই ইন্ডিয়ান্স।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি­র সামনে ২০৭ রানের বিশাল লক্ষ্য বেধে দেয় মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে মাত্র ১২৬ রানেই অলআউট হয়ে যায় দিল্লি­। দলের পক্ষে কুইন্টন ডি কক ছাড়া আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি মুম্বাই বোলারদের সামনে।

২০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মায়নাক আগরওয়ালের উইকেট হারিয়ে মহা-বিপদে পড়ে যায় দিল্লি­। এরপর নিয়মিত বিরতিতে দ্রুত উইকেট হারাতে থাকে তারা। একের পর এক আউট হতে থাকে নিতিশ রানা, সাঞ্জু স্যামসন, জেপি ডুমিনি, রিশাভ পান্তে, ক্রিস মরিস কিংবা অমিত মিশ্ররা। মূলত ২০৭ রানের বিশাল লক্ষ্য দেখেই পিলে চমকে যায় দিল্লির ব্যাটসম্যানদের।  

রিশাভ পান্তে করেন ২৩ রান। ২০ রান করেন ক্রিস মরিস। ২৮ বলে ৪০ রান করে আউট হন কুইন্টন ডি কক। মুম্বাইর পক্ষে জসপ্রিত বুমরাহ ৩টি, ক্রুনাল পান্ডিয়া ২টি, বিনয় কুমার ও হরভজন সিং ১টি করে উইকেট নেন। বাকি ব্যাটসম্যানরা হন রানআউট।  

এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো মুম্বাই। অপরদিকে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দিলি­ ডেয়ারডেভিলস।

আইএইচএস/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।