যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রোমান-দিয়া, জানে না ফেডারেশনের কেউ
দেশের অন্যতম সেরা দুই আরচার অসীম কুমার দাস ও হাকিম আহমেদ রুবেল যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আগেই। হতাশা থেকে তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন গণমাধ্যমে। অসীম ও রুবেলের পথ ধরে এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী।
জানা গেছে, গত শনিবার এই আরচার দম্পতি চলে গেছেন আমেরিকায়। তবে কি জন্য গেছেন তা বলতে পারছেন না কেউ। এমন কি জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখও তাদের যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে কিছু জানেন না।
‘আমি ছুটিতে ছিলাম। দুই দিন আগে ঢাকায় ফিরেছি। আজই আমার কানে বিষয়টি এসেছে। এর বেশি আমি কিছু জানি না’- জাগো নিউজকে বলেছেন মার্টিন ফ্রেডিরখ।
২০২১ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশ আর্চারি দলের সদস্য ছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এর আগে যুক্তরাষ্ট্র পাড়ি জমানো অসীম ও রুবেলও ছিলেন সেই দলের সদস্য। আগের ভিসা কাজে লাগিয়েই এই চারজন চলে গেছেন যুক্তরাষ্ট্রে।
পারফরম্যান্সের কারণে ক্যাম্পের বাইরে ছিলেন রোমান সানা। তবে দিয়া সিদ্দিকী ছিলেন ক্যাম্পে। ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড় বিদেশে যাওয়ার জন্য অনুমতি না নেওয়ায় নানা প্রশ্নের জন্ম নিয়েছে।
বাংলাদেশ আরচারি ফেডারেশনের কেউই তাদের যুক্তরাষ্ট্র সম্পর্কে অবহিত নন। ‘আমি জানি না’- এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি কোচ মার্টিন ফ্রেডরিখও।
আরআই/আইএইচএস/