সপ্তম রাউন্ডের শুরুতেই মাঠে নামছে আবাহনী-মোহামেডান


প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৫ মে ২০১৬

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে আগামীকাল সোমবার। তাই লিগের পরবর্তী তিনটি রাউন্ডের সূচি ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। প্রথম দিনই মাঠে নামছে ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহামেডান ও আবাহনী। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মোহামেডান এবং কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে মাঠে নামবে আবাহনী।

আগামীকাল শুরু হবে সপ্তম রাউন্ড। অষ্টম রাউন্ড শুরু হবে ২০ মে। আর নবম রাউন্ডের খেলা শুরু হবে ২৪ মে, শেষ হবে ২৬ মে।  আগের রাউন্ডগুলোর মতো এবারও রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে।

ছয় রাউন্ড খেলে পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মুশফিকুর রহিমের মোহামেডান। এক পয়েন্ট কম নিয়ে রান রেট বিবেচনায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ভিক্টোরিয়া ও রূপগঞ্জ। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে তামিমের আবাহনী।

সপ্তম রাউন্ড:
১৬ মে: প্রাইম ব্যাংক-লিজেন্ডস অব রূপগঞ্জ (বিকেএসপি-৩)
১৬ মে: প্রাইম দোলেশ্বর-মোহামেডান (মিরপুর)
১৬ মে: আবাহনী লি:-কলাবাগান ক্রিকেট একাডেমি (ফতুল্লা)
১৭ মে: রিজার্ভ ডে

১৮ মে: ভিক্টোরিয়া-ক্রিকেট কোচিং স্কুল (ফতুল্লা)
১৮ মে: ব্রাদার্স-কলাবাগান ক্রীড়া চক্র (বিকেএসপি-৩)
১৮ মে: শেখ জামাল ধানমন্ডি-গাজী গ্রুপ(মিরপুর)

১৯ মে: রিজার্ভ ডে

অষ্টম রাউন্ড:
২০ মে: প্রাইম ব্যাংক-মোহামেডান (মিরপুর)
২০ মে: প্রাইম দোলেশ্বর-কলাবাগান সিএ (ফতুল্লা)
২০ মে: আবাহনী -গাজী গ্রুপ (বিকেএসপি-৩)
২১ মে: রিজার্ভ ডে

২২ মে: লিজেন্ডস অব রূপগঞ্জ-  সিসিএস (ফতুল্লা)
২২ মে: ভিক্টোরিয়া-কলাবাগান ক্রীড়া চক্র (মিরপুর)
২২ মে: ব্রাদার্স ইউনিয়ন- শেখ জামাল (বিকেএসপি-৩)
২৩ মে: রিজার্ভ ডে

নবম রাউন্ড:
২৪ মে: প্রাইম ব্যাংক-কলাবাগান ক্রিকেট একাডেমি (ফতুল্লা)
২৪ মে: প্রাইম দোলেশ্বর- আবাহনী লিমিটেড (মিরপুরে)
২৪ মে: মোহামেডান-ক্রিকেট কোচিং স্কুল (বিকেএসপি)
২৫ মে: রিজার্ভ ডে

২৬ মে: লিজেন্ডস অব রূপগঞ্জ-কলাবাগান সিএ (ফতুল্লা)
২৬ মে: ভিক্টোরিয়া-শেখ জামাল (মিরপুর)
২৬ মে: ব্রাদার্স ইউনিয়ন-গাজী গ্রুপ (বিকেএসপি-৩)
২৭ মে: রিজার্ভ ডে

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।