এগারো জনের পারফর্ম করার দরকার নেই : নাসির


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৫ মে ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম চার ম্যাচে দারুণ খেলছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তবে শেষ দুই ম্যাচে হঠাৎই ছন্দ পতন ঘটে তাদের। টানা দুই ম্যাচেই হেরে যায়। দলের এমন অবস্থায় আগামীকাল সোমবার শক্তিশালী মোহামেডানের মোকাবেলা করবে দলটি। তবে জয়ের জন্য ম্যাচে সবার পারফর্ম করার প্রয়োজন নেই বলে জানান দলটির সেরা তারকা নাসির হোসেন। তার মতে তিন-চার জন পারফর্ম করলেই যথেষ্ট। সঙ্গে বাকিদের সামান্য সহায়তা থাকলেই ম্যাচটা যেতা সম্ভব।

সোমবার মিরপুরের ক্রিকেট একাডেমী মাঠে অনুশীলন করতে আসে প্রাইম দোলেশ্বর। অনুশীলন শেষে তিনি বলেন, ‘একটা ম্যাচ জেতানোর জন্য দলের এগারোজনের পারফর্ম করার প্রয়োজন হয় না। তিন-চারজন পারফর্ম করে বাকিরা সহয়তা করলেই হয়। আমাদের যারা পারফর্মার আছে, তাদের ভালো খেলা আরও সহজ। তাই তাদের বাড়তি দায়িত্ব নিতে হবে। আর যারা করছে না তাদের জন্য এটা বড় সুযোগ।’

টানা চার ম্যাচ জেতার পর দুই ম্যাচে হেরে দল কিছুটা হলেও দুশ্চিন্তাগ্রস্থ। দলের এমন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট খেলায় হারজিৎ রয়েছে। আর সবচেয়ে বড় কথা আমরা শেষ যে ম্যাচটা হেরেছি। সে ম্যাচে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আর দুশ্চিন্তা কিছু তো থাকেই। আমরা এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। কোথায় কি ভুল হলো, কি করতে হবে, কি করলে ভালো হবে এ নিয়ে আলোচনা করছি।’

উল্লেখ্য, আগামীকাল সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে নাসিরের দল প্রাইম দোলশ্বর স্পোর্টিং ক্লাব।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।