হায়দারাবাদকে ১৮০ রানের লক্ষ্য দিল পাঞ্জাব


প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৫ মে ২০১৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পয়েন্ট টেবিলের তলানিতে থেকে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে। মুস্তাফিজের সানরাইজার্স হায়দাবাদের বিপক্ষে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রানের বিশাল সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব।

ইনিংসের শুরুতেই মুস্তাফিজের মায়াবি জাদুতে বোকা বনে যান মুরালি বিজয়। ৬ রান করেই ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। কিন্তু এমন দুর্দান্ত সূচনার পরেও আমলা ম্যাজিকে আর পেড়ে উঠতে পারেনি হায়দারাবাদ। পাঞ্জাবকে যেন একাই টেনে নিয়ে গেলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।

৫৬ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের শেষ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন। ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দলকে নিয়ে গেছেন ১৭৯ রানের সংগ্রহে। ২৭ রান করে গুরকিত সিং এবং ২০ রান করে ডেভিড মিলার তাকে যোগ্য সহযোগিতা করেন। চার ওভার বোলিং করে ৩২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে সানরাইজার্স হায়দারাবাদের।

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।