মুস্তাফিজকে আরো যত্ন নেয়া দরকার : রবি শাস্ত্রী


প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৫ মে ২০১৬

অভিষেক সিরিজেই ভারতের সাথে দুবার পাঁচ উইকেট নিয়ে নিজের ক্ষমতাকে বিশ্বের কাছে জানিয়ে দিছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। সেই ভারতীয় দলের ডিরেক্টর ছিলেন রবি শাস্ত্রী। মুস্তাফিজকে আরো বেশি যত্ন নেয়াটা জরুরি বলে মনে করেন শাস্ত্রী।

ভারতীয় দৈনিক পত্রিকা আনন্দবাজারে দেয়া নিজস্ব কলামে রবি শাস্ত্রী বলেন, ‘আমার কোথাও মনে হচ্ছে মুস্তাফিজুরের আরও যত্ন নেওয়া জরুরি। এ রকম খাঁটি প্রতিভাকে লালন করার আরও লোক চাই।’

মুস্তাফিজের প্রতিটি বলে রয়েছে ভিন্ন ভিন্ন বৈচিত্র। শাস্ত্রী বলেন, ‘মুস্তাফিজুরের ভাণ্ডারেও তেমন একটা বিরল ডেলিভারি আছে।  এমনিতে ওর অস্ত্র দুরন্ত সুইং, ধারালো কাটার আর এমন একটা ইয়র্কার যেটা ব্যাট থামাবে সাধ্য কী! তবে মুস্তাফিজুরের শোকেসের ব্রহ্মাস্ত্র হল সেই ডেলিভারিটা যেটা পিচে পড়ে থমকে গিয়ে ব্যাটসম্যানের সামনে লাফিয়ে ওঠে। আর বেশির ভাগ সময়ই ব্যাটসম্যান সেটা কভারের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে ফেরে।’

‘এই বলটা করার সময় ওর বোলিং অ্যাকশনে কিন্তু কোনও পরিবর্তন হয় না। আসল খেলাটা থাকে ওর কব্জিতে। সবটাই বলটা ছাড়ার কায়দা।’

মাত্র ২০ বছর বয়সেই বড় তারকা হয়ে উঠেছেন মুস্তাফিজ। কিন্তু ঠিক সেরকমভাবে গড়ে ওঠেনি শারীরিক গঠন। এখনো মুস্তাফিজ রয়েছে কিশোর বয়সে। ওকে যত্ন নিয়ে পুরুষ হিসেবে গড়ে তোলার তাগিদ দিলেন রবি শাস্ত্রী।

‘ছেলেটা কিন্তু এখনও শরীর আর মনের দিক থেকে কিশোরই, পুরুষ হয়ে ওঠা বাকি। শরীরটাও তাই পুরোপুরি শক্তপোক্ত হয়ে ওঠেনি। ওর মতো প্রতিভাকে কিন্তু খুব সাবধানে, বুঝেসুঝে ব্যবহার করতে হবে।’

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।