পরিচালক সমিতির নির্বাচন আজ


প্রকাশিত: ০৪:০২ এএম, ২৬ ডিসেম্বর ২০১৪

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনকে ঘিরে এখন মুখর হয়ে উঠেছে এফডিসি। আজ শুক্রবার অনুষ্ঠিত হবে এই দ্বি-বার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দুটি প্যানেল। এগুলো হচ্ছে- দেলোয়ার জাহান ঝন্টু-গুলজার এবং কাজী হায়াৎ-এফ আই মানিক প্যানেল।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর ও সোহানুর রহমান সোহান, যুগ্ম মহাসচিব শাহিন খান ও এস এ হক অলিক, কোষাধ্যক্ষ সেলিম আজম ও আহমেদ ইলিয়াস ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বজলুর রাশেদ চৌধুরী ও জয়নাল আবেদিন, আন্তর্জাতিক-সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু ও জি সরকার, প্রচার ও প্রকাশনা দফতর- আহমেদ আলী মণ্ডল ও সালাউদ্দিন।

এ ছাড়া কার্যকরী সদস্যের ৯টি পদের জন্য আছেন- নাজমুল হুদা মিন্টু, সিবি জামান, সাইদুর রহমান সাইদ, আহমদ সামাদ খোকন, হাফিজউদ্দীন, আবুল খায়ের বুলবুল, শিল্পী চক্রবর্তী, রায়হান মুজিব, সিরাজ হায়দার, জামশেদুর রহমান, অনুতোষ বড়ুয়া চঞ্চল, জীবন রহমান, হানিফ আকন্দ দুলাল, বদিউল আলম খোকন, পল্লী মালেক, ওয়াজেদ আলী বাবুল, সায়মন তারিক ও বাপ্পারাজ। সমিতির ৩৩৫ জন ভোটার ভোট দেবেন।

আবদুল লতিফ বাচ্চুর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। অন্য সদস্যরা হলেন- নূর মোহাম্মদ মনি ও আ স ম শফিকুর রহমান। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সবার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।