মুস্তাফিজ-মিলারদের সম্ভাব্য একাদশ


প্রকাশিত: ০৬:২৯ এএম, ১৫ মে ২০১৬

এবারের আইপিএলে গ্রুপ পর্বের লড়াইটা হচ্ছে খুব বেশি হাড্ডাহাড্ডি। কেউ কাউকে ছাড় দিতে বিন্দু পরিমাণ রাজি নয়। অবশ্য এসব মাল্টি বিলিওনিয়ার ফ্রাঞ্জাইজি লড়াইয়ে ছাড় দেয়ার প্রশ্নও আসে না। তবে কথা হলো, লড়াইটা এত বেশি জমজমাট হয়ে উঠেছে যে, এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে, এই আইপিএলটাই সেরা কি না।

লড়াই যতই জমজমাট হোক, কোয়ালিফাইং রাউন্ড (শেষ চার) নিশ্চিত করার মিশন সম্ভবত এরই মধ্যে শুরু হয়ে গেছে। লম্বা সময় ধরে লিগ চলার পর অবশেষে আজই একটি দল হয়তো শেষ চারের জন্য নিশ্চিত পেয়ে যাচ্ছে আইপিএলের নবম আসর। সেই দলটি হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদ। তবে তার আগে শর্ত হলো পাঞ্জাবের মাঠে আজ মুরালি বিজয়ের কিংস ইলেভেন পাঞ্জাবকে অবশ্যই হারাতে হবে সানরাইজার্সকে।

১১ ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের পয়েন্ট ১৪। আজ জিততে পারলে হয়ে যাবে ১৬। সানরাইজার্সের আজকের প্রতিপক্ষ পাঞ্জাবের ১১ ম্যাচে পয়েন্ট ৮। এবার এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।

সানরাইজার্স হায়দারাবাদ একাদশ (সম্ভাব্য) :
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং, ময়েসেস হেনরিকস, দীপক হুদা, নমন ওঝা (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান, বরিন্দর স্রান আশীষ নেহরা।

কিংস ইলেভেন পাঞ্জাব একাদশ (সম্ভাব্য):
মুরলি বিজয় (অধিনায়ক), রিদ্ধিমান সাহা, হাশিম আমলা, ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল, মারকাস স্টইনিস, অক্ষর প্যাটেল, গুরকেরাত সিং, মোহিত শর্মা, সন্দ্বীপ শর্মা, কে সি চারাপ্পা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।