মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবস হকিতে সখের দল ‘হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ’। মিমো-নিলয়দের উদ্যোগে এই দলটি গঠণ হয়েছে বিজয় দিবস টুর্নামেন্টে খেলতে। দল সংকটের কারণে বাংলাদেশ হকি ফেডারেশন টুর্নামেন্টে অন্তর্ভূক্ত করেছে অনিবন্ধিত দলটিকে।

মাঠের বাইরে দলটির অংশ নেওয়া নিয়ে কথা উঠলেও মাঠে তারা জবাব দিয়েছে স্টিক হাতে। জাতীয় দলের ৭ খেলোয়াড় নিয়ে গড়া বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়ে মাঠে চকমই দেখিয়েছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ।

মওলানা ভাসানী স্টেডিয়ামে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ তীব্র প্রতিদ্বিন্দ্বতার পর ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে। হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদে ছিলেন জাতীয় দলের ফরোয়ার্ড পুস্কর খীসা মিমো, হাসান জুবায়ের নিলয়, মিডফিল্ডার প্রিন্স লাল সামন্ত এবং জাতীয় যুব হকি দলের প্রতিশ্রুতিশীল বেশ কয়েকজন খেলোয়াড়। তার তাদের টিমওয়ার্কে শেষ পর্যন্ত হাসে বিজয়ের হাসি।

সাত জাতীয় খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত বিমানবাহিনীর সাথে সমানে পাল্লা দিয়েই খেলেছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। ধীরে ধীরে তারা বসে যায় চালকের আসনে। বিমান বাহিনী শেষ পর্যন্ত আপ্রান চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি।

হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদের জার্সি গায়ে মাঠে নামেন জাতীয় যুব দলের সদস্য আমিরুল ইসলাম, শিমুল ইসলাম, মোঃ আবদুল্লাহ এবং তারা সবাই বার বার প্রতিপক্ষ রক্ষণ ব্যূহ ভেদ করেন।

প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকার পর ১৭ মিনিটে রাকিবুল হাসান রকির দুর্দান্ত ফিল্ড গোলে এগিয়ে যায় বিমানবাহিনী। তবে এশিয়ান জুনিয়র হকিতে শীর্ষ ফর্মে থাকা আমিরুল ইসলাম ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা আনেন।

৩৫ মিনিটে হাসান জুবায়ের নিলয় হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে এগিয়ে দেন এবং ৪২তম মিনিটে আব্দুল আলিমের গোলে তৃতীয় কোয়ার্টারের শুরুতে দল ৩-১ গোলে এগিয়ে যায়। আরশাদ হোসেন ৪৪ মিনিটে ফ্লিকে বিমানবাহিনীর দ্বিতীয় গোল করে স্কোর লাইন ৩-২ করেন।

তবে ম্যাচের ৫৭ মিনিটে আবদুল আলিমের দ্বিতীয় গোলটি বিমানবাহিনীকে হতাশায় ফেলে দেয়। ৫৯ মিনিটে বিমানবাহিনীর সোহানুর রহমান সবুজ তৃতীয় গোলটি করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই বাজে খেলা শেষের লম্বা বাঁশি।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।