কেকেআরের লক্ষ্য ৯ ওভারে ৬৬


প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৪ মে ২০১৬

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে মাঠে গড়ালো বল। তবে দ্বিতীয় ইনিংসের এবং কার্টেল ওভারের। কলকাতার সামনে জয়ের জন্য ৯ ওভারে ৬৬ রানের লক্ষ্য বেধে দেয়া হয়েছে। বৃষ্টির আগে ১৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান করেছিল রাইজিং পুনে সুপার জায়ান্টস।

কলকাতার আবহাওয়া আগে থেকেই ছিল বেশ ভারি। বৃষ্টির পূর্বাভাষ ছিল। তবে সেটা যে একেবারে মোক্ষম সময়ে চলে আসবে তা কে জানতো! টস জিতে রাইজিং পুনে সুপার জায়ান্টস ব্যাট করতে নেমে ১৭ ওভারের খেলা খেলেও ফেলে। ১৮তম ওভারের ৪র্থ বল হওয়ার পরই শুরু হয় বৃষ্টি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কেকেআর বোলারদের তোপের মুখে ১৭.৪ ওভারে মাত্র ১০৩ রান তুলতে সক্ষম হয় পুনে। সর্বোচ্চ ৩৩ রান করেন জর্জ বেইলি। ২১ রান করেন উসমান খাজা। সাকিব আল হাসান ৩ ওভারে ১৩ রান দিয়ে নেন ১ উইকেট। ২ উইকেট নেন পিযুস চাওলা।

আইএইচএস/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।