আশরাফুলের ৫ গোলে উড়ে গেলো বিকেএসপি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪

দেশের হকিতে বর্তমানে যে কয়জন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আছেন তাদের মধ্যে আশরাফুল ইসলাম সেরা। বিজয় দিবস হকির প্রথম ম্যাচে সে স্বাক্ষর রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই ডিফেন্ডার। সোমবার মওলানা ভাসানী স্টেডিয়াম আশরাফুলের ৫ গোলে উড়ে গেছে বিকেএসপি। বাংলাদেশ নৌবাহিনী জিতেছে ৮-২ গোলে।

বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে ৭ মাস পর টার্ফে ফিরলো হকি। প্রিয় টার্ফে হকি ফেরাটাকে স্মরণীয় করে রাখলেন আশরাফুল। নিজের ৫ গোলই তিনি করেছেন পেনাল্টি কর্নার থেকে। তিনি গোল ৫টি করেছেন ম্যাচের ১, ১০, ২৬, ২৭ ও ৪১ মিনিটে।

অন্য গোল তিনটি করেছেন রাসেল মাহমুদ জিমি ৭ মিনিটে, ফজলে হোসেন রাব্বি ৩৫ মিনিটে ও মাহবুব হোসেন ৪৯ মিনিটে। বাংলাদেশ নৌবাহিনী দলে ৯ জনই জাতীয় দলের খেলোয়াড়। প্রতিপক্ষ বিকেএসপি দলের সবাই শিক্ষার্থী। অভিজ্ঞ ও তরুণের এই পার্থক্য মাঠেও ফুটে উঠেছিল।

তবে দ্বিতীয় কোয়াার্টারের মাঝামাঝি সাত মিনিটের মধ্যে দুটি গোল করে বিকেএসপির খেলোয়াড়রা তাদের প্রতিভার স্বাক্ষর রাখেন। তানভীর রহমান সিয়াাম ১৭ এবং হুজাইফা হুসাইন ২৪ পেনাল্টিতে গোল করেন।

যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে বিজয় দিবস হকি উদ্বোধন করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. (অব.) রিয়াজুল হাসান, এনএসসির সচিব মো. আমিনুল ইসলামসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।