টস হেরে ফিল্ডিংয়ে সাকিবের কলকাতা


প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৪ মে ২০১৬

দীর্ঘ বিরতির পর আজ আবার মাঠে নামছে সাকিবের কলকাতা। আর এ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টসেরটসের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করতে হচ্ছে সাকিবের কলকাতাকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

আজকের ম্যাচে মহেন্দ্র সিং ধোনিদের হারাতে পারলে সেরা দুইয়ে উঠে আসতে পারবে শাহরুখ খানের দল। কারণ তখন ১১ ম্যাচে তাদের পয়েন্ট হয়ে যাবে ১৪। সমান ১৪ পয়েন্ট করে নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দারাবাদ এবং গুজরাট লায়ন্স। কেকেআর জিতলে রান রেটের ব্যবধানে তারাই গুজরাটকে ঠেলে উঠে আসবে দ্বিতীয় স্থানে।

আইপিএলের শুরু থেকেই অফফর্মে ছিলেন সাকিব আল হাসান। দুর্দিন কাটাতে তিনি হঠাৎ হাজির হয়েছিলেন ঢাকায় তার গুরু সালাউদ্দির কাছে। গোপনে দু’দিন নিবিড় অনুশীলন শেষে ফিরে গিয়েই বাজিমাত করলেন। ফিরেছেন রানে। ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি।

ফর্মে ফিরেছেন ইউসুফ পাঠান। গুজরাটের বিপক্ষে তিনিও ফর্মে ফিরেছিলেন। দলের অন্যদের মধ্যে মানিশ পান্ডের হয়েছিলো চিকেন ফক্স। সেখান থেকে সেরে উঠেছেন তিনিও। আন্দ্রে রাসেল ব্যাটে-বলে আছেন সমান ফর্মে। তবুও আগের ম্যাচে পরাজয় কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে রাখছে কেকেআরকে। সে হারের ক্ষত কাটিয়ে আজ কী তবে জয়ের ধারায় ফিরতে পারবে নাইট শিবির?

পুনে সুপার জায়ান্টসের তো এমনিতেই কোন সুযোগ নেই প্লে অফে খেলার। তবুও একটা সুক্ষ হিসেব নাকি রয়েছে তাদের। আজ জিততে পারলে সেই সুক্ষ হিসেব টিকে থাকবে। হারলে সেই সম্ভাবনাটাও শেষ হয়ে যাবে।

কলকাতা নাইট রাইডার্স :
রবীন উথাপ্পা, গৌতম গম্ভীর, মানিষ পাণ্ডে, সূর্য কুমার যাদব, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, পিযুশ চাওলা, মরনে মর্কেল, অংকিত রাজপুত।  

রাইজিং পুনে সুপারজায়ান্ট একাদশ:
অজিঙ্ক রাহানে, উসমান খাজা, সৌরভ তিওয়ারি, জর্জ বেইলি, এমএস ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক) থিসারা পেরেরা, আডাম জাম্পা, রবিচন্দ্রন অশ্বিন, এম অশ্বিন, ইরফান পাঠান, অশোক ধিন্দা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।