সেঞ্চুরি করবেন ভাবেননি মাশরাফিও


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৪ মে ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মাশরাফি বিন মর্তুজা। শনিবার ফতুল্লায় ঝড়ো ব্যাটিং করে দলকে এনে দেন দ্বিতীয় জয়। তবে এদিন মাঠে নামার আগে সেঞ্চুরির কথা নিজেও ভাবেননি মাশরাফি। দলের রান রেট বাড়ানোই লক্ষ্য ছিল বলে জানান তিনি।

শনিবার ফতুল্লার খান সাহেন ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘সেঞ্চুরি হবে এমনটা ভাবিনি। দলের রান রেট বাড়াতে আগে নেমেছিলাম। তবে সেঞ্চুরি করেছি অবশ্যই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে দল জিতেছে এই কারণে। দল জেতাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ’।

এর আগেও বেশ কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েও হেরে যায় মাশরাফির কলাবাগান। মূলত ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে তাদের। মিডেল অর্ডারে একজন ভালো ব্যাটসম্যানের অভাব টের পাচ্ছিলেন তিনি। তাই এ ঘারতি পোষাতে এদিন ছয় নম্বরে ব্যাটিং করতে নামেন মাশরাফি। দলের হার নিয়ে ম্যাশ বলেন, ‘আমরা আরও একটু ভালো ক্রিকেট খেললে আরও দুই একটা ম্যাচ জিততে পারতাম। ওইগুলো জিততে পারলে ভালো অবস্থায় থাকতাম।’

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা কিছু ধীর গতিতে শুরু করলেও এক সময় বিধ্বংসী রূপে অবতীর্ণ হন তিনি। মাত্র ৫১ বলে ১০৪ রান করে ৪৯তম ওভারে আউট হন ম্যাশ। ৩৫ বলে প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলতে বল মোকাবেলা করেন ১৫টি। আর তাতে ৩১৬ রানের দারুণ সংগ্রহ পায় কলাবাগান। ম্যাচও জিতে নেয় তারা ২১ রানে।  

এ জয়ে পরের ম্যাচগুলোতে চাপ বেড়ে গেল কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, ‘চ্যালেঞ্জ শুরু থেকেই ছিল। কিন্তু আমরা চ্যালেঞ্জটা নিতে পারিনি। আজ জিতে ভালো একটা মোমেন্টটাইম তৈরি হলো। আশা করি সামনের পাঁচটা ম্যাচ আছে। সেখানে ভালো ক্রিকেট খেলতে হবে। দেখা যাক কি হয়।’

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।