ফিফার নতুন দুই সদস্য


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৪ মে ২০১৬

অনেকদিন ধরে বিষয়টি ঝুলে রয়েছিল। অবশেষে এলো চূড়ান্ত সিদ্ধান্ত। ফিফার নতুন সদস্য হিসেবে কসোভো এবং জিব্রাল্টারের নাম ঘোষণা করেছে ফিফা। মেক্সিকো সিটিতে অনুষ্ঠেয় ফিফার ৬৬তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ফিফার ২১০তম হিসেবে কসোভো এবং ২১১তম দেশ হিসেবে নাম ঘোষণা করা হয় জিব্রাল্টারের।

১৪১-২৩ ভোটে কসোভোকে ফিফার নতুন সদস্য পদ দেয়ার ব্যাপারে একমত হয় ফিফা। ২০০৮ সালে কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার পর থেকেই ফিফায় তাদের অন্তর্ভুক্তি করানোর তোরজোড় শুরু করে দেয় দেশটি। অবশেষে সেটি আলোর মুখ দেখলো। অন্যদিকে মাত্র ৩২ হাজার মানুষের বসবাস জিব্রাল্টারের ফিফার সদস্যপদ দেয়ার জন্য ভোট পড়ে শতকরা ৯৩ ভাগ।  
 
এর ফলে কসোভো এবং জিব্রাল্টার দু দেশেরই আর ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব খেলতে আর বাঁধা রইল না। কিন্তু চিন্তার বিষয় হলো তাদের খেলতে হবে ইউরোপের মত শক্তিশালী মহাদেশে। যেখানে স্পেন, জার্মানি, ইতালির মত শক্তিশালী দেশের বিপক্ষে।

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।