নেপালের ফ্র্যাঞ্চাইজি কাবাডিতে বাংলাদেশের ৬ খেলোয়াড়
নেপাল কাবাডি লিগে দল পেয়েছেন বাংলাদেশের ৬ খেলোয়াড়। রোববার লিগের জন্য খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে এই নিলামে পাঠানো হয়েছিল ৬ জন খেলোয়াড়ের নাম। সবাই দল পেয়েছেন বলে রাতে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।
অল রাউন্ডার মনিরুল চৌধুরী পোখারা লেকার্সে, অল রাউন্ডার ইয়াসিন আরাফাত ধানগাদি ওয়াইল্ড কেটসে, রেইডার মিজানুর রহমান মাঠমান্ডু ম্যাভেরিক্সে, রেইডার শাহ মোহাম্মদ শাহান হিমালায়ান রেইডার্সে, ডিফেন্ডার সবুজ মিয়া পোখারা লেকার্সে এবং রোমান হোসেন হিমালায়ান রেইডার্সে খেলবেন।
সোমবার থেকে শুরু হতে যাওয়া নেপালের এই ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগে অংশ নেবে ৬টি দল। এর মধ্যে লিগের চার দলে খেলতে দেখা যাবে বাংলাদেশের ৬ খেলোয়াড়ক। লিগ শেষ হবে ১ ফেব্রুয়ারি।
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, থাইল্যান্ডসহ আরো কয়েকটি দেশ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কাবাডি প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সেই আয়োজকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে। নেপালে ভালো পারফরম্যান্স করতে পারলে বাংলাদেশের খেলোয়াড়রা অন্যান্য দেশের প্রতিযোগিতায়ও অংশ নেওয়ার সুযোগ আসবে।’
আরআই/আইএইচএস/