পাঞ্জাবকে ১২৫ রানের লক্ষ্য দিল মুম্বাই


প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৩ মে ২০১৬

টস জিতে প্রথমে ব্যাটিং নেয়ার মজাটা ভালোই বুঝলো মুম্বাই ইন্ডিয়ান্স। যে দলটি আইপিএল থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে, সেই কিংস ইলেভেন পাঞ্জাবের বোলারদের সামনেই একের পর এক ধরাশায়ী হলো মুম্বাইর ব্যাটসম্যানরা। কেউ ঠিকমত দাঁড়াতেই পারেনি। ফলে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২৫ রানের লক্ষ্য দিতে পেরেছে তারা। ৬ উইকেট হারিয়ে মুম্বাই করেছে ১২৪ রান।

ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয় মুম্বাইর। ৮ রানের মধ্যে পড়লো ২ উইকেট। এরপর রোহিত শর্মা আর নিতিশ রানা মিলে চেষ্টা করেন ইনিংস ধরার। ২৮ রানের জুটি গড়ে বিদায় নেন রোহিত। তিনি করেন মাত্র ১৫ রান। নিতিশ রানা ২৮ বল খেলে করেন ২৫ রান।

ইনফর্ম জস বাটলার আউট হন ১০ বলে মাত্র ৯ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২০ বলে ২৭ রান করেন কিয়েরন পোলার্ড।  ১৯ রান করে আউট হন হার্দিক পান্ডিয়া। ১৪ রানে অপরাজিত থাকেন হরভজন সিং।

পাঞ্জাবের পক্ষে মার্কাস স্টোইনিজ ১৫ রান দিয়ে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন সন্দীপ শর্মা এবং মোহিত শর্মা। ১ উইকেট নেন অক্ষর প্যাটেল।

আইএইচএস/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।