সেই ‘বাতিল’ জাম্পাই আবার অস্ট্রেলিয়া দলে!


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৩ মে ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ বোলিং করেও ক্রিকেট অস্ট্রেলিয়ার মন রক্ষা করতে পারেননি অ্যাডাম জাম্পা। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের কেন্দ্রীয় চুক্তিতে ২০ ক্রিকেটারের ভেতর রাখেননি অ্যাডাম জাম্পাকে। কিন্তু নিজের পারফর্ম দিয়েই বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়া কত বড় ভুলই না করেছিল তার সাথে। আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য জাম্পাকে টেস্ট দলে নেয়ার ব্যাপারে চিন্তা করছে অস্ট্রেলিয়া, এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট।

প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এসেই বাজিমাত করেছেন জাম্পা। সানরাইজার্স হায়াদারাবাদের বিপক্ষে এক ম্যাচেই নিয়েছেন ৬ উইকেট! টি-টোয়েন্টিতে এটা অবিশ্বাস্যও বলা চলে। সানরাইজার্সের স্পিন কোচের দায়িত্বে রয়েছেন মুত্তিয়াহ মুরালিধরন। তিনি মনে করেন জাম্পাকে টেস্ট দলে সুযোগ দেয়া উচিত।

‘তাদের তিনজন স্পিনার নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা উচিত। আমি জাম্পাকে এখানে খেলতে দেখছি। অসাধারণ একজন লেগ স্পিনার। তার বলে টার্ন করানোর ক্ষমতা আছে যেটা স্পিনারদের জন্য জরুরি।’

স্টিভেন ও’কিফে এবং ন্যাথান লায়নের পাশাপাশি অ্যাডাম জাম্পাকেও অসি টেস্ট দলে নেয়ার ব্যাপারে চিন্তা করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস সিরিজের জন্য দল ঘোষণা করেনি অসি দল। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ায় জাম্পার অসাধারণ পারফর্মেন্সে হয়তো অচিরেই অসি দলে দেখা যাবে জাম্পাকে।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।