‘লা লিগা ছাড়া পিচিচি মূল্যহীন’


প্রকাশিত: ০৩:৫১ এএম, ১৩ মে ২০১৬

একসময় মনে হচ্ছিল প্রতিপক্ষের থেকে অনেক ব্যবধানে এগিয়ে থেকেই লা লিগা জিতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু শেষ দিকে নিজেদের ভুলে লা লিগাকে জমিয়ে দিয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এখনও লা লিগার শিরোপা নিজেদের করে নিতে খুব কাছেই রয়েছে বার্সেলোনা। লা লিগায় ৩৭ গোল করে পিচিচি ট্রফিটা অনেকটা নিজের করেই নিতে যাচ্ছে লুইস সুয়ারেজ। কিন্তু লা লিগার শিরোপা না জিততে পারলে এই ট্রফির কোন মূল্য নেই বলে মনে করেন সুয়ারেজ

রিয়াল মাদ্রিদ তারকে ক্রিস্টিয়ানো রোনালদো শেষ ম্যাচে ৪ গোল না করলে এই ট্রফিটি সুয়ারেজেরই হতে যাচ্ছে। প্রত্যেক বছর ইউরোপের সর্বোচ্চ গোল করা খেলোয়াড়কে দেয়া হয় পিচিচি ট্রফি। শেষ ম্যাচে গ্রানাডার বিপক্ষে জয়ই বার্সাকে এনে দিতে পারে লা লিগার শিরোপা। তাই এই ম্যাচ জিততে বদ্ধ পরিকর এনরিকে শীষ্যরা। সুয়ারেজ বলেন, ‘যদি আমরা চ্যাম্পিয়ন না হতে পারি তাহলে পিচিচির কোন মূল্য নেই। আমাদের প্রধান লক্ষ্যই হলো শেষ ম্যাচে কোন গোল না খাওয়া। আমরা শেষ কয়েকটি ম্যাচ ধরেই ভালো খেলছি। কিন্তু আমাদের আক্রমণভাগ এবং রক্ষণবিভাগে আরো উন্নতি করতে হবে।’  

মেসির সাথে সুয়ারেজের জুটিটা বেশ ভালোই জমে উঠেছে। মেসিকে নিয়ে কথা বলার প্রাক্বালে সুয়ারেজ বলেন, ‘ফরোয়ার্ডদের সাহায্যই দলকে জিততে সাহায্য করে। আমার মনে হয় ক্লাবকে সাহায্য করার মাধ্যমেই মেসি অনেক খুশি হবে। কিন্তু লা লিগা জিততে পারলে সে সর্বোচ্চ গোলদাতা হওয়ার থেকেও বেশী খুশি হবে। ’ শনিবার লিগের শেষ ম্যাচে শিরোপা জেতার লক্ষ্যে গ্রানাডার বিপক্ষে লড়বে মেসি-সুয়ারেজ-নেইমারের বার্সেলোনা।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।