ওয়ানডে সিরিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ ওয়ানডেও বাংলাদেশ খেলেছিলো মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। শারজায় আফগানিস্তানের বিপক্ষে। ঠিক এক মাসের মাথায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূণরায় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর এবার ওয়ানডে সিরিজের মিশন। পারবে কি মেহেদী হাসান মিরাজের দল?

এই প্রশ্নের জবাব দিতেই আজ ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে লড়াই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। শুরুতেই টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সম্পর্কে মিরাজ বলেন, ‘উইকেট দেখতে অনেক ভালো মনে হচ্ছে। ব্যাটিং উইকেট। আশার করছি ২৮০’র আশপাশে রান তুলতে পারবো। পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলা দরকার আমার বাংলাদেশ দলের। তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে খেলতে নামছি আমরা।’

সাই হোপ চেয়েছিলেন প্রথম বোলিং করতে। সেটাই পেয়েছেন তিনি। হোট বলেন, ‘দিনের শুরুতে ঘাসে শিশির থাকে। যেটা ব্যবহার করে বোলাররা সাফল্য পেতে পারে। আমরা প্রতিটি ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। এরপর সিরিজ। দলে রয়েছে চার পেসার এবং ২ স্পিনার।’

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, এভিন লুইস, কিসি কার্টি, সাই হোপ (অধিনায়ক, উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, রস্টোন চেজ, জাস্টিন গ্রিভস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, জাইডেন সিলস, অ্যালজারি জোসেফ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।