সন্ধ্যায় রঙিন জার্সিতে উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ
দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। কাজ এখন শেষ হয়নি। সাদা জার্সি ফেলে এবার রঙিন জার্সি গায়ে নামছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার প্রিয় ফরম্যাট ওয়ানডে সিরিজ জয়ের লড়াই। আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে সেন্ট কিটসে নামবে বাংলাদেশ।
প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম ভালো নেই। সর্বশেষ পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজের চারটিতেই হেরেছে টাইগাররা। গেল নভেম্বরে আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে দারুণ হতাশ লাল-সবুজ জার্সিধারীরা।
ফর্মহীনতার পাশাপাশি চোটেও জর্জরিত টিম বাংলাদেশ। চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে টেস্টের মতো ওয়ানডেতেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আঙুলে ফ্র্যাকশ্চার সেরে না ওঠায় দলে রাখা হয়নি অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও।
সাকিব আল হাসানও নেই। পঞ্চপাণ্ডবদের মধ্যে দলে আছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯৮ রান করেছিলেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার।
আফগানিস্তান সিরিজে দলে ছিলেন না উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডানহাতি ব্যাটার খেলবেন। তিনি অবশ্য টেস্ট দলেও ছিলেন।
সবমিলিয়ে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জেতা ক্যাবিরীয়দের বিপক্ষে অভিজ্ঞতার শূন্যতা অনুভব করতে পারে বাংলাদেশ।
শঙ্কার পাশাপাশি এই সিরিজে বাংলাদেশের সম্ভাবনাও দারুণ। সেটি পরিসংখ্যান অনুসারে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ চারটি ওয়ানডে সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। ২০১৮ ও ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে না পারলেও ওয়ানডে সিরিজ জিতে এসেছে। সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইও করেছে বাংলাদেশ।
এখন দেখার বিষয়, এবারের সফরে ওয়ানডেতে কী করে বাংলাদেশ।
এমএইচ/জিকেএস