আইপিএলে খারাপ দিন গেল মুস্তাফিজের


প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১২ মে ২০১৬

আইপিএলের ইতিহাসে মুস্তাফিজুর রহমানের একটা খারাপ দিন কাটলো। আজ দিল্লির বিপক্ষে খেলায় অতিরিক্ত রান দিলেন তিনি। মুস্তাফিজের ৪ ওভারে ৩৯ রান নিয়েছেন দিল্লির ব্যাটসম্যানরা

আগের ম্যাচেও একটু খরচে বোলার ছিলেন। কোনো উইকেট ছিল না। আজও কোনো উইকেট পেলেন না এই কাটার মাস্টার। এদিন তার দল হেরেছে ৭ উইকেটে। সহজেই জয় তুলে নিয়েছের জেপি ডুমিনিরা।

৩৯ রানের মধ্যে ছিল দুটি ছক্কা এবং চারটি চারের মার। একটি ওয়াইড বলও করেছেন মুস্তাফিজ।

হারলেও সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন মুস্তাফিজরা। এ নিয়ে ১১ ম্যাচে চারটিতে হারলো হায়দারাবাদ। টেবিলে হায়দারাবাদের পরেই গুজরাটের অবস্থান। তাদেরও সাতটিতে জয়, চারটিতে হার।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।