ড. ইউনুসের সঙ্গে ইতালির ফুটবলার টট্টি


প্রকাশিত: ১১:৩৯ এএম, ১২ মে ২০১৬

কয়েকদিন আগেই রোমার হয়ে ৬০০তম ম্যাচ খেলেছেন ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রান্সেসকো টট্টি। মেয়াদ শেষ হলেও আবারো তার চুক্তি বাড়ানোর কথা চলছে রোমার সাথে; কিন্তু এরই মাঝে তিনি দেখা করে ফেললেন নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সাথে।

খেলা পাগল ড. ইউনুস এর আগে বার্সেলোনা ফুটবল ক্লাব পরিদর্শন করেছিলেন। ইতালির রোমে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (ফাও) অধীনে ক্ষুধার্তদের সংখ্যা শূন্যের কোটায় আনার লক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ইতালির কৃষি মন্ত্রী মাউরিজিও মার্টিনাসহ ইতালি সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও ইউনুসের সঙ্গে ক্ষুধার্থের সংখ্যা শূন্যের কোটায় আনতে একমত হন।  

অনুষ্ঠান থেকে বের হয়ে আসার পরেই টট্টির দেখা হয় ইউনুসের সাথে। সঙ্গে সঙ্গে নোবেল বিজয়ীর সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দী করে নেন টট্টি। ইতালির এই ফুটবলার নিজেও তার নিজের দেশের সর্বত্র বিভিন্ন দাতব্য সংস্থা নিজের খরচায় পরিচালনা করেন। ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছিলেন বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনুস।

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।