ভিয়ার চোখে সেরা মেসি


প্রকাশিত: ০৬:০৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৪

ডেভিড ভিয়া এখন আর বার্সেলোনার নন। এই স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড খেলেন আমেরিকায়, নিউইয়র্ক সিটি এফসিতে। এখন ছুটি কাটাতে মাতৃভূমি স্পেনে। আর ব্যালন ডি`র সামনে রেখে যখন শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি, তখন চুপ থাকলেন না ভিয়াও। সাফ জানিয়ে দিলেন, তার সাবেক ক্লাবমেট মেসিকে বিশ্ব মনে রাখবে সর্বকালের সেরা হিসেবে। এবং ব্যালন ডি`অরের একনম্বর দাবিদার মেসি।

অনেক দিন থেকেই মেসির গুনগান করছি আমি। তার গুনগান করতেই থাকবো।" বার্সেলোনার হয়ে ৭৭ ও স্পেনের হয়ে ৯৭ ম্যাচ খেলা ভিয়া বলেছেন, "আমার কাছে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি। সে সর্বোচ্চ গোল করুক বা না করুক। কারণ, ফুটবল মাঠে সে যা করে তা করতে বিশ্বের আর কাউকে দেখিনি। আমার চোখে সে ইতিহাসের সেরা খেলোয়াড়। কারণ সে একবারেই স্বতন্ত্র, কার কাছে আসতে পারে এমন কাউকেও দেখিনি।"

ব্যালন ডি`অর বা ফিফার বিশ্ব বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসি জিতেছেন ৪ বার। এখন অবশ্য মুকুটটা রোনালদোর। এই মৌসুমেও তিনি ফেভারিট। তারপরও ভিয়া অকপটে বলে দেন, "ব্যালন ডি`র এর নির্বাচন প্রক্রিয় সম্পর্কে আমার জানা নেই। কখনো বিশ্বকাপের বছর হিসেবে নির্বাচন হয়, কখনও নয়। ভোটাভুটি হোক। আমার কাছে বছরের পর বছর ধরে যে সেরা, তাকে নিয়ে কোনো সংশয় নেই।" মেসির কথা বলেই কথা শেষ হয় ভিয়ার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।