১০০ কোটির ক্লাবে ‘পিকে’ (ভিডিও)


প্রকাশিত: ০৫:১৯ এএম, ২৫ ডিসেম্বর ২০১৪

মাত্র চার দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে আমির খান অভিনীত ছবি ‘পিকে’। এরই মধ্যে ১১৭ কোটি রুপি আয় করেছে ছবিটি। এর মাধ্যমে চলতি বছর সালমানের ‘কিক’, ‘জয় হো’, হৃতিকের ‘ব্যাং ব্যাং’ এবং অজয়ের ‘সিংহম রিটার্নসে’র রেকর্ড ভেঙেছে ছবিটি। এ ছবিগুলো ৫ দিনে আয় করেছিল ১০০ কোটি।

অন্যদিকে শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটিও চার দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল। তবে এদিক থেকে ১৭ কোটি রুপি এগিয়ে আছে ‘পিকে’। ধারণা করা হচ্ছে ‘পিকে’ বলিউডের সকল ব্যবসা সফলতার রেকর্ড ভেঙে সর্বাধিক আয়ের ছবিতে পরিণত হবে। আর আজ বড়দিনেই ছবিটি গত চার দিনের চেয়ে অনেক বেশি আয় করবে বলেও ধারণা করা হচ্ছে। কারণ ছুটির দিনে সব সময়ই বলিউড বক্স অফিস চাঙা থাকে।

গত বছর আমিরের ‘ধুম-৩’ ছবিটি ব্যবসা সফলতার নতুন রেকর্ড গড়েছিল। সেই রেকর্ড এখনও কোন ছবি ছুঁতে পারেনি। ‘পিকে’ সেই রেকর্ড ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। এদিকে রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবিতে আমির ছাড়াও অভিনয় করেছেন আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানিসহ অনেকে। ড্রামা-কমেডিনির্ভর এ ছবিতে আমিরকে একেবারেই ভিন্নধর্মী রূপসজ্জায় দেখা যাচ্ছে। ভারতসহ এরই মধ্যে বাংলাদেশেও ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ ও কৌতূহল দেখা গেছে।

‘পিকে’র ১০০ কোটির ক্লাবে প্রবেশ প্রসঙ্গে আমির বলেন, আমি কখনোই ১০০ কিংবা ২০০, ৩০০ কোটি ক্লাবে বিশ্বাসি না। কারণ ভাল ছবি এরকম ক্লাবে না গেলেও সেটা ভাল ছবি। তবে ‘পিকে’ মানুষ পছন্দ করছে, হাউসফুল যাচ্ছে তাতে আমি অনেক আনন্দিত। আমরা সফল। এটি বিনোদন দেয়ার পাশাপাশি দর্শকদের একটি সুন্দর মেসেজও দেবে। তাই যারা ছবিটি এখনও দেখেননি, তাদের আমন্ত্রণ জানাচ্ছি ‘পিকে’ দেখার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।