ডেভিস কাপে ইয়েমেনকে হারিয়েছে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২১ নভেম্বর ২০২৪

বাহরাইনে চলছে ডেভিস কাপ টেনিস এশিয়া-ওসেনিয়া গ্রুপ-৫ এর প্রতিযোগিতা। বাংলাদেশ শুরুতে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম খেলায় বাংলাদেশে হেরেছিল স্বাগতিক বাহরাইনের কাছে। বৃহস্পতিবার হারিয়েছে ইয়েমেনকে।

দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশ দলের মোহাম্মদ রুস্তম আলী এককে ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে ইয়েমেনের মোহাম্মদ মাক্কিকে পরাজিত করেন। দ্বিতীয় এককে বাংলাদেশের জারিফ আবরার ৩-৬, ৩-৬ গেমে ইয়েমেনের আল আনসি হাসান এর নিকট পরাজিত হয়েছেন।

দ্বৈতের খেলায় বাংলাদেশের হানিফ মুন্না ও জারিফ আবরার জুটি ৭-৫, ৬-৪ গেমে ইয়েমেনের আল আনসি হাসান ও ইসাক আল হাসান কে পরাজিত করে। ফলে বাংলাদেশ দল ২-১ ম্যাচে ইয়েমেনকে পরাজিত করল। শুক্রবার বাংলাদেশ দল তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করবে।

প্রতিযোগিতায় বাহরাইন, বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইয়েমেন, নেপাল, তাজিকিস্তান, গুয়াম, তুর্কমেনিস্তান, নর্দার্ন ম্যারিনা আইল্যান্ড ও ফিলিপাইন ডেভিস কাপ দল অংশগ্রহণ করছে। দলগুলো অংশ নিচ্ছে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। এখান থেকে দুটি দল গ্রুপ-৪ এতে উন্নীত করা হবে।

প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন- জারিফ আবরার (সেনানিবাস অফিসার্স ক্লাব), হানিফ মুন্না (জাতীয় টেনিস কমপ্লেক্স), মোহাম্মদ রুস্তম আলী (আমেরিকান ক্লাব), মো. দ্বীন ইসলাম (ইন্টারন্যশনাল ক্লাব)। অধিনায়ক- মো. আলমগীর হোসেন।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।