২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবেনা : স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ক্ষুধা দারিদ্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে খালেদা জিয়া নতুন করে জামায়াত শিবিরকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন। বেগম খালেদা জিয়া নির্বাচন চান। অবশ্যই নির্বাচন হবে। তবে ২০১৯ সালের একদিনও আগে নির্বাচন হবেনা।
বুধবার দুপুরে তিনি নওগাঁ নওজোয়ান মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: এ,কে,এম ফজলে রাব্বী বকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রী মুহম্মদ ইমাজ উদ্দীন প্রামানিক এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, সাবেক মন্ত্রী কর্নেল (অব:) ফারুক খান, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, আব্দুল মালেক এমপি, বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, সাবেক এমপি ওহিদুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম জননেতা আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দীন জলিল জন প্রমুখ।