শাহাদাতের মুক্তি, শাহাদাতের স্বস্তি


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১০ মে ২০১৬

প্রায় নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব। গত সেপ্টেম্বরে গৃহ পরিচারিকা নির্যাতনের অভিযোগে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় এ পেসারকে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাহাদাতের সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন এ পেসার।
 
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করতে আসেন শাহাদাত। এক সময় স্টেডিয়ামেও প্রিমিয়ার লিগের খেলা দেখতে আসেন তিনি। এ সময় শাহাদাত বলেন, ‘বলে বোঝাতে পারবো না, যখন নিষিদ্ধ ছিলাম, তখন আমার জন্য ব্যাপারটা কত কষ্টদায়ক ছিলো। সব সময় খেলতে মন চাইতো। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। তারা সব সময় আমার পাশে ছিলো। আমি যখনই সাহায্য চেয়েছি, তখনই সাহায্য করেছে।’

এক বছর আগেই মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন শাহাদাত। এরপর পূনর্বাসন প্রক্রিয়ায় মধ্যে ছিলেন তিনি। তবে গত সেপ্টেম্বরে গৃহ পরিচারিকা নির্যাতনের অভিযোগ ওঠার পর থেকেই পালিয়ে বেড়াতে শুরু করেন। যদিও অক্টোবরে এসে আত্মসমর্পণ করেন তিনি। এরপর টানা দুই মাস জেল খাটার পর জামিনে মুক্তি পান। কঠিন এ সময় তাকে যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জানাতে ভোলেননি শাহাদাত। আগামীতে দেশকে আর অনেক কিছু দেয়ার প্রত্যয়ও ব্যাক্ত করেন তিনি।  

‘ওই সময় আমাকে অনেকেই অনেক সাহায্য করেছেন। বিশেষ করে রিহ্যাবের সময় সবাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। আমার মনে হতো, সবাই কী মনে করবে। কারণ কেউ অপরাধ করুক বা না করুক, কোনো অপবাদ এলেই সবাই মনে করে অপরাধী। এ জন্য আমার নিজের কাছে খারাপ লাগতো। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। মাঠে ফিরতে পারলে ভালো খেলার চেষ্টা করবো। আমার এখনো জাতীয় দলকে অনেক কিছু দেয়ার আছে। দশ বছর খেলেছি। আরো পাঁচ-ছয় বছর খেলতে চাই।’

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।