পাপনের অধিনায়কত্বে ইংল্যান্ডে খেলবে বাংলাদেশ


প্রকাশিত: ০৭:২১ এএম, ১০ মে ২০১৬

ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে এ দলের নেতৃত্বে মাশরাফি নেই, দলকে নেতৃত্ব দিবেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আগামী ২০ মে ব্যাংক অব ইংল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

papon

এদিকে এ ম্যাচকে সামনে রেখে তিন/চার দিন ধরে মিরপুর একাডেমি মাঠে রীতিমতো অনুশীলন করছেন বাংলাদেশের সাংসদরা। ম্যাচের আগের দিন ব্রিটিশ অল পার্লামেন্ট গ্রুপের আমন্ত্রণে ডিনার পার্টিতেও অংশ নেবেন দুই দেশের সাংসদরা। ম্যাচের পরদিন লর্ডসে মিডলসেক্স বনাম ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি ম্যাচ দেখার কথা রয়েছে পাপন-বাহিনীর। সেখানে লাঞ্চের আমন্ত্রণও রয়েছে। পাপন বাহিনী ঢাকা ত্যাগ করবে ১৬ মে।

papon

বাংলাদেশ দল:
নাজমুল হাসান পাপন (অধিনায়ক), চিফ হুইপ আ.স.ম ফিরোজ, খালিদ মাহমুদ চৌধুরী, নসরুল হামিদ বিপু, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, নাঈমুর রহমান দুর্জয়, ফাহিম গোলন্দাজ বাবেল, নাইম রাজ্জাক, নুরুন্নবী চৌধুরী শাওন, মাহফুজুর রহমান মিতা, আব্দুল ওয়াদুদ দারা, আনোয়ারুল আবেদিন তুহিন, ডিউক চৌধুরী এবং ফরহাদ হোসেন দোদুল,শফিকুল ইসলাম শিমুল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।