উয়েফা প্রধানের পদ ছাড়লেন প্লাতিনি


প্রকাশিত: ০৫:২৯ এএম, ১০ মে ২০১৬

বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করেও ২০ লাখ মার্কিন ডলার লেনদেনের সম্পৃক্ততায় ফিফার আরোপীত নিষেধাজ্ঞা থেকে নিষ্কৃতি না পাওয়ায় উয়েফা সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রান্সের কিংবদন্তী ফুটবল তারকা মিশেল প্লাতিনি। তবে আদালত তার নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে চার বছর আর অর্থ জরিমানার পরিমান ৮০ থেকে কমিয়ে ৬০ হাজার ফ্রাঙ্ক প্রদানের আদেশ দেন।

রায়ের পর এক বিবৃতিতে প্লাতিনি বলেন, ‘আমি আদালতের আদেশ মেনে নিয়েছি। তবে আমার প্রতি অবিচার করা হয়েছে। এটি আমাকে ফিফার পরবর্তী সভাপতি পদের নির্বাচন থেকে প্রতিহত করার ষড়যন্ত্র। এই মামলায় নির্দোষ প্রমাণের লড়াই আরো তীব্রতর করার লক্ষ্যে আমি উয়েফা সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ানোর বিষয়ে সবার সঙ্গে একমত হয়েছি।’

২০০৭ সাল থেকে উয়েফা সভাপতির দায়িত্বপালনকারী প্লাতিনির ওপর থেকে কোর্ট অব আর্বিট্রেশন (সিএএস) নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার না করে শাস্তির মেয়াদ কমিয়ে চার বছরে নামিয়ে আনে। ফলে ক্রীড়াঙ্গনের এই শক্তিধর ব্যক্তিটির ক্যারিয়ারের ইতি ঘটলো।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।