পাকিস্তানের অধঃপতনের জন্য সাবেক ক্রিকেটাররা দায়ী


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১০ মে ২০১৬

এশিয়া কাপে হতাশা জনক পারফর্মেন্সের পর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুবিধা করতে পারেনি পাকিস্তান। আর পাকিস্তান দলের ধারাবাহিক এই ব্যর্থতার জন্য সাবেক ক্রিকেটারদেরই দায়ী করছে দলটির এক সময়ের তারকা খেলোয়াড় বাসিত আলী।

স্থানীয় ওয়াকত নিউজ চ্যানেলের ‘গেম বিট’ অনুষ্ঠানে বাসিত বলেন সাবেক ক্রিকেটারদের গ্রুপিং এবং দলের সমালোচনা ও ক্রিকেটীয় বিষয়ে অযাচিতভাবে হস্তক্ষেপ করার কারণে পাকিস্তান ক্রিকেটের এই অধঃপতন।

একই সঙ্গে মাঠে এসে  তরুণ খেলোয়াড়দের সঙ্গে সাবেক ক্রিকটারদের অভিজ্ঞতা আদান প্রদানের প্রতি আহবান জানান পাকিস্তান জুনিয়র দলের সাবেক প্রধান নির্বাচক বাসিত বলেন ‘সাবেকরা নিজেরাই তরুণ খেলোয়াড়দের কোচিং করাতে পারেন এবং পাকিস্তান ক্রিকেটের মঙ্গলের জন্য কাজ করতে চাইলে বোর্ডের নিয়োগ পাওয়া তাদের প্রয়োজনীয় নয়।’

তিনি বলেন গত এক বছর সাবেক খেলোয়াড়দের অপ্রোয়জনীয় সমালোচনা পাকিস্তান ক্রিকেটের কোন উন্নতি ঘটাতে পারেনি এবং এখন তাদের উচিত নি:শর্তভাবে এক বছর পাকিস্তান ক্রিকেটকে সমর্থন যোগানো। সেটা অবশ্যই আমাদের খেলোয়াড়দের পারফরমেন্সে একটা ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, সাবেক খেলোয়াড়রা শুধমাত্র ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে বোর্ড ও খেলোয়াড়দের সমালোচনা করে গণমাধ্যমে ঝড় তুলেছেন এবং ক্রিকেটারদের মাঠে আনতে সাহায্যের জন্য প্রস্তুত ছিল না। দায়িত্বজ্ঞানহীন সমালোচনা ও আচরণ দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছে এবং এ কারণেই তাদের দুর্বল পারফরমেন্স অব্যাহত রয়েছে।

এদিকে নতুন খেলোয়াড়দের প্রতি ক্ষোভ নিয়েই তিনি বলেন, এখনকার খেলোয়াড়রা শিখতে চায়না। তারা প্রতিপক্ষের শক্তিমত্তা ও দুর্বলতা জানেনা। তারা পিচ ও কন্ডিশন সম্পর্কে জানতে চায়না। তাদের নজর থাকে ক্রিকেটের পরিবর্তে অন্য সব কিছুর প্রতি। তবে পাকিস্তান দলের প্রধান নির্বাচক হিসেবে ইনজামাম-উল-হকের নিয়োগেরও প্রশংসা করেন তিনি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।