ছেলেকে পেনাল্টি শট শেখালেন রোনালদো (ভিডিও)


প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৯ মে ২০১৬

পাঁচ বছর বয়সী ছেলে জুনিয়র রোনালদো যেন সার্বক্ষনিক সঙ্গী এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর। তাকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ব্যায়াম শেখানো, সাঁতার শেখানো থেকে কোন কাজ বাকি নেই যা শেখাচ্ছেন না রিয়াল মাদ্রিদ তারকা। কয়েকদিন আগে খবর বের হয়েছিল, ছেলেকে সেলফি তোলাও শেখাচ্ছেন তিনি। শুধু তাই নয়, ফুটবল মাঠে কিভাবে নিজেকে মেলে ধরতে হবে সেটাও ছেলেকে শেখাচ্ছেন সিআর সেভেন।

তবে এবার অন্য কিছু নয়, বাবার মত যেন নিখুঁত পেনাল্টি শট নিতে পারে সেই কৌশল শেখালেন রিয়াল মাদ্রিদ তারকা। বাবা কর্তৃক ছেলে পেনাল্টি শেখানোর কাজটা অবশ্য আরও কিছুদিন আগে হয়ে গিয়েছিল এবং এপ্রিল মাসেই সেই ভিডিও রোনালদো নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করেছিলেন।

কিছুটা মজাদার ওই ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেকে তিনটি বল দিয়ে পেনাল্টির মত স্পট কিক নিতে দিয়েছিলেন রোনালদো। আবার গোলপোস্টের সামনে গোলরক্ষকের ভুমিকায় নিজেই দাঁড়িয়ে গিয়েছিলেন রিয়ালের এই পর্তুগিজ উইঙ্গার। ছেলের প্রথম দুটি শটে বল ফিরিয়ে দিয়েছিলেন সিআর সেভেন। তবে শেষ বলটিতে ইচ্ছে করেই পেছনে দিকে শুয়ে পড়েন তিনি। যাতে বলটি জড়িয়ে যায় পোস্টের জালে।

ছেলে যেন উৎসাহ পায় সে জন্যই এমনটা করেছেন তিনি। ছেলেও যে বেশ মজা পেয়েছে তা ভিডিওতেই দেখা গেলো। তবে বাবার মত ছেলেও যে কিক মাস্টার সেটা বোঝাই গেলো এতটুকুন বয়সে।

দেখুন ভিডিওটি:


আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।