সাকিবকে নিয়ে বিতর্কে ভারতীয়রা


প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৮ মে ২০১৬

গত কয়েক মাস ধরেই সময়টা বড় খারাপ যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষদিকে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবার ছন্দহীন হয়ে পড়েন এ তারকা। তাই তাকে একাদশে রাখা নিয়ে যেমন বারবার ভাবছেন কোচ-অধিনায়ক। তেমনি ভক্তরাও বিভক্ত হয়ে তর্কে নেমে পড়ছেন। কেউ তাকে একাদশে চাইলেও আবার কেউ তাকে না খেলানোর পরামর্শ দেন।

রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাট লায়ন্সের বিপক্ষে মাঠে নেমেছে কলাকাতা নাইট রাইডার্স। এদিন একাদশে রয়েছেন সাকিব। আর তাকে একাদশে দেখে ভিন্ন মত প্রকাশ করে ভারতীয়রা। আর তার একাংশ তুলে ধরে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ক্রিকেটভিত্তিক পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো।

ক্রিকইনফোতে ম্যাচ সামারির একটি অংশে লিখা হয় ‘সাকিবকে নিয়ে বিভিন্ন মতামত:’

shakib

এরপর শুরুতেই গারেথ নামের একজন বলেন, ‘লিনকে বাদ দেওয়া একটি বড় ধাক্কা। আমি সাকিবকে ভালোবাসি কিন্তু লিন অন্যকিছু। পাঠান কিছু ওভার করে দিতে।’

মুস্তফা মউদি নামে একজন লিখেন, ‘দেখে খুশি হলাম কেকআর সুনিল নারিনের উপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছে। দলগতভাবে তারা খেলছে।’

অভিষেক নামে একজন লিখেন, ‘সাকিবের বল এই আইপিএলে কার্যকরী নয়, লিন অনেক ভালো ব্যাটসম্যান, টপ অর্ডারে কার্যকরী কার্যকরী ব্যাটসম্যান মিডেল অর্ডারে রাসেলের মত। সাকিবের পরিবর্তে তাকে একটা সুযোগ দেওয়া উচিৎ কেকেআরের।’

এই ভারতীয়দের বিপক্ষে অবস্থান নেন সুহেল নামে আরেক ভারতীয়। তিনি লিখেন, ‘লিনের একপাক্ষিক খেলোয়াড়। কিন্তু নানা বৈচিত্র্য দিতে পারে।’

তবে এখন দেখার বিষয় পারফরম্যান্স দিয়ে এ বিতর্কের অবসান ঘটাতে পারেন কিনা সাকিব। এর আগের নয় ম্যাচে পাঁচ ম্যাচে একাদশে ছিলেন তিনি। আর তাতে তিন ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে করেন ২০ রান। আর বল হাতে উইকেট নিয়েছেন মাত্র দুটি।

আরটি/ আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।