ওয়াকারের কাছে হারলো ওয়াসিম


প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৮ মে ২০১৬

কে সেরা ওয়াসিম আকরাম না ওয়াকার ইউনুস? এ নিয়ে আগেও তর্ক ছিল, তর্ক এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। তবে সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এ নিয়ে অনলাইনে এক ভোটাভুটির আয়োজন করে, যেখানে ভক্তদের ভোটে ওয়াসিমকে পেছনে ফেলেছেন ওয়াকার।

ফলাফল প্রকাশের পর খুশিই হয়েছেন ওয়াকার। এই জন্য টুইটারে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন এই ডানহাতি পেসার। তবে ওয়াসিমের স্থানটা নিজের উপরেই রাখছেন পাকিস্তানি কিংবদন্তি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমাকে ভোট দেয়ার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। কিন্তু ওয়াসিমের সঙ্গে আমার কোনো মিল নেই। আমার দৃষ্টিতে সে অনেক উঁচুমানের একজন বোলার।

এদিকে অনলাইনে পরাজিত হওয়ার পর ওয়াসিম আকরামের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।