টস হেরে ব্যাটিংয়ে মুস্তাফিজের হায়দারাবাদ


প্রকাশিত: ১০:১৭ এএম, ০৮ মে ২০১৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দশম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আট ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মুস্তাফিজের হায়দারাবাদ। এক ম্যাচ বেশি খেলে সমান পাঁচটি ম্যাচ জিতে হায়দারাবাদের পরেই রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

বহুদিন পর ইনজুরি কাটিয়ে গত ম্যাচেই হায়দারাবাদ দলে ফেরা যুবরাজ এ ম্যাচেও আছেন। তাছাড়া ভুবনেশ্বর কুমার, আশীষ নেহরা এবং মুস্তাফিজকে নিয়ে গড়া পেস শক্তি বেশ ভোগাচ্ছে আইপিএলের দলগুলোকে। আট ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছে হায়দারাবাদের পেস বোলাররা যা অন্যান্য সব দলের থেকে বেশি। অন্যদিকে রোহিত শর্মার নেতৃত্বে কিছুটা পিছিয়ে রয়েছে মুম্বাই।

সানরাইজার্স হায়দারাবাদঃ
ডেভিড ওয়ার্নার, শেখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, ময়সেস হেনরিকেস, যুবরাজ সিং, নামান ওঝা, হোড্ডা, ভুবনেশ্বর কুমার, বারিন্দার স্রান, আশীষ নেহরা এবং মুস্তাফিজুর রহমান।

মুম্বাই ইন্ডিয়ান্সঃ
রোহিত শর্মা, পার্থিব প্যাটেল, আম্বাতি রাইডু, হার্দিক পান্ডিয়া, জস বাটলার, কিয়েরণ পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, হরভজন সিং, জসপ্রিত বুমরাহ, টিম সাউদি, মিচেল ম্যাকক্লেনঘান।

আরআর/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।