আড়াই ঘণ্টা পরই লিভারপুলের কাছে সিংহাসন হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৪ এএম, ২১ অক্টোবর ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। দুর্দান্ত জয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে অল রেডরা। এর আগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে একই ব্যবধানের জয়ে শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। অর্থাৎ লিভারপুলের কাছে আড়াই ঘণ্টা পরই সিংহাসন হারায় ম্যানসিটি।

নতুন কোচ আর্নে স্লটের অধীনে সব ধরনের প্রতিযোগিতায় ১১ ম্যাচে ১০টিতেই জিতলো লিভারপুল। প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে অল রেডদের পয়েন্ট ২১। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে ম্যানসিটির পয়েন্ট ২০।

রোববার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ২৯ মিনিটে প্রথম লিড নেয় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।

৪৮ মিনিটে নিকোলাস জেকসনের গোলে ১-১ সমতায় ফেরে চেলসি।

লিভারপুলের হয়ে জয়সূচক গোলটি করেন কার্টিস জোনস। গত জানুয়ারির পর এই প্রথম গোল করেন ২৩ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার। জোনসের গোলে ২-১ ব্যবধানের জয় পায় স্বাগতিক লিভারপুল।

এমএইচ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।