শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি


প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৭ মে ২০১৬

ক্রিকেটে রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় এবার শচীনকে টপকে গেলেন ভারতের বর্তমান টেস্ট দলের অধিনায়ক কোহলি। পুনের বিপক্ষে ১০৮ রানের অনবদ্য এক ইনিংস খেলে আইপিএলে শচীনের রেকর্ড ভাঙলেন রয়েল চ্যালেঞ্জারের এই অধিনায়ক।

কোনো অধিনায়ক হিসেবে এর আগে অধিনায়ক হিসেবে আইপিএলে দুই আসরে ৫০০ রানের অধিক সংগ্রহের রেকর্ড রয়েছে সচিন টেন্ডুলকারের। আর প্রথম অধিনায়ক হিসেবে তিনটি মৌসুমে ৫০০-এর বেশি রান করে শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি।

এর আগেই শচীন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দু’বার ৫০০ রান করার নজির গড়েছেন। ২০১০ ও ২০১১ আইপিএলে যথাক্রমে ৬১৮ ও ৫৫৩ রান করেছিলেন। আর বিরাট করেছেন ২০১৩-তে ৬৩৪ ও ২০১৫-এ ৫০৫ রান। চলতি আইপিএলেও তার ব্যাটে রানের বন্যা বইছে। ইতিমধ্যেই ৫৪১ রান করে ফেলেছেন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।