সাকিব-বিরোধী স্লোগানে উত্তাল শেরে বাংলা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৭ অক্টোবর ২০২৪

সাকিব আল হাসানের দেশে ফেরা ঠেকাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। গতকাল বুধবার তাদের ঘোষিত সেই কর্মসূচি অনুসারে আজ বৃহস্পতিবার দুপুরে স্মারকলিপি দেওয়ার কথা।

এরই মধ্যে জানা গেছে, আজ দেশে আসবেন না সাকিব। দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টার একটি ফ্লাইটে দেশের ফেরার কথা ছিল বাঁহাতি অলরাউন্ডারের। উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে সাকিবকে দেশে আসতে নিষেধ করেছে বিসিবির। বোর্ডের পরামর্শে ফ্লাইট বাতিল করেছেন সাকিব। তবে সাকিবের না আসার খবরেও শান্ত হননি বিক্ষুদ্ধ জনতা।

সাকিব-বিরোধী স্লোগানে উত্তাল শেরে বাংলা

বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ সাকিব ইস্যুতে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে বিরাজ করছিল থমথমে অবস্থা। সাকিব-বিরোধীদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে স্টেডিয়ামের আশপাশের এলাকা। এ সময় বিভিন্ন স্লোগান দিচ্ছিল আন্দোলনকারী জনতা। স্টেডিয়ামের আশপাশের দেয়ালে নানা স্লোগান লিখেছেন তারা। একেঁছেন গ্রাফিতিও।

এদিকে ঢাকা টেস্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। অন্যদিকে মাঠের বাইরে স্লোগান দিচ্ছেন সাকিব-বিরোধীরা।

স্টেডিয়াম এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কঠোর অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী। পুলিশের কড়া নিরাপত্তার মাঝেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটাররা।

নিরাপত্তার স্বার্থে শেরে বাংলার তিন নম্বর গেট থেকে মিডিয়া গেট পর্যন্ত ৫০০ গজের মধ্যে যান চলাচল নিষিদ্ধ করেছে আইনপ্রয়োগকারী সংস্থা। এসব কড়াকড়ির মধ্যেই স্লোগান ও দেয়াল লিখন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

এআরবি/এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।