`আফ্রিদির উচিৎ এখনই অবসর নেয়া`


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৭ মে ২০১৬

বরাবরই ঠোট কাটা হিসেবে পরিচিত সাবেক পাকিস্তানি লেগ স্পিনার আবদুল কাদির। কোন উচিৎ কথা বলতে কখনওই তার মুখে বাধে না। যেটা বলা প্রয়োজন মনে করবেন, সেটা সরাসরি বলে দেবেন। এটাই তার স্বভাব। এই যেমন শহিদ আফ্রিদি সম্পর্কে বললেন, `আমার মনে হয় না আর পাকিস্তান দলে তার জায়গা আছে। সুতরাং, এখনই তাকে অবসর নিয়ে ফেলা উচিৎ।`

এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির নেতৃত্বে চরম ভরাডুবি ঘটেছে পাকিস্তানের। যে কারণে পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের সংস্কার কার্যক্রম শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে লক্ষ্যেই নেতৃত্ব থেকে সরে যেতে বাধ্য হয়েছেন আফ্রিদি। কোচের পদ ছাড়তে হয়েছিল ওয়াকার ইউনুসকে।

নেতৃত্ব ছাড়লেও আফ্রিদির ইচ্ছা ছিল সাধারণ একজন সদস্য হিসেবে দলের সাথে থাকার জন্য; কিন্তু ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ৩৫ সদস্যের প্রাথমিক দল থেকেও তাকে বাদ দিয়েছেন প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। এরপরই এবার আফ্রিদির দিকে ধেয়ে এলো আবদুল কাদির তোপ।

টাইমস অব ইন্ডিয়াকে আবদুল কাদির বলেন,  `আমি মনে করি না আর পাকিস্তান দলে আফ্রিদির কোন জায়গা আছে। সুতরাং, তার উচিৎ এখনই গুডবাই বলে দেয়া। ইংল্যান্ড সফরের দলে ওর যে জায়গা হয়নি, সেটা ওর নিজের ভুলেই।`

প্রাথমিক দল থেকে আফ্রিদিকে বাদ দিয়ে প্রধান নির্বাচক ইনজামাম বলেন, `আমরা এই একটি বছরে খুব কম টি-টোয়েন্টি খেলবো। সুতরাং, আমি মনে করি তরুণদেরই সুযোগ দেয়া উচিৎ। আর আফ্রিদি এই এক বছরে পর্যাপ্ত বিশ্রাম পাবে এরপর দলে ফিরতে পারবে হয়তো।`

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।